বৃহস্পতি গ্রহ বা জুপিটার- সৌরজগতের বৃহৎ গ্রহ হিসেবে পরিচিত যার অবস্থান পঞ্চমে। পরিষ্কার আকাশে রাতের বেলা টেলিস্কোপে খেয়াল করলে দেখা যাবে জ্বলজ্বল করা একটি আলোক বিন্দু, যার পাশে অবস্থিত আরও তিনটি ক্ষুদ্রবিন্দু। ঐ ক্ষুদ্রবিন্দুগুলোই বৃহস্পতির উপগ্রহ। গ্রহরাজ খ্যাত বৃহস্পতি গ্রহ এতই বড়, ইচ্ছা করলে এর ভেতরে পৃথিবীসম ১০০০ টি গ্রহ রেখে দেয়া সম্ভব। তাহলে বৃহস্পতি গ্রহ কি হতে পারে ভবিষ্যৎ মানব উপযোগী বাসস্থান?
বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন- চারটিকে একত্রে জোভিয়ান জগৎ বলা হয়। এটি ‘জুপিটার’ শব্দের বিশেষন রূপ। এদের আরেকটি নাম হচ্ছে ‘গ্যাস দানব’। জুপিটারের অর্থ ধরা হচ্ছে “আকাশের পিতা”। সূর্য থেকে প্রায় ৭৭.৮৪ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে প্রায় ৮০ কোটি কিলোমিটার দূরে এর অবস্থান। গ্রহটির পুরো বায়ুমন্ডল গ্যাসের মেঘাবৃত, যার তাপমাত্রা -১২০° সেন্টিগ্রেডেরও কম। ধারনা করা হয় গলিত সিলিকেট দ্বারা বৃহস্পতির সেন্টার পার্টিকেল তৈরি। মজার ব্যাপার এই যে, সেন্টার পার্টিকেলের আকার হিসেবে এটি প্রায় পৃথিবীর সমান। কেন্দ্রের তাপমাত্রাও কিন্তু কম নয়-৩০ হাজার ডিগ্রী সেন্টিগ্রেড। অর্থাৎ সূর্যের পৃষ্ঠদেশের প্রায় ৫ গুন অধিক। গ্রহটির প্রাথমিক উপাদান হাইড্রোজেন ও সামান্য পরিমান হিলিয়াম গ্যাসের মিশ্রন রয়েছে। এর বিভিন্ন অংশের বায়ুমন্ডলে ঝড়ো পরিবেশের অস্তিত্ব পাওয়া যায়। এর ফলে গ্রহতে তৈরি হয়েছিল Great Red Spot.
বিজ্ঞানীদের জানা মতে সপ্তদশ শতাব্দী থেকে বৃহস্পতি গ্রহে এই ঝড় বয়ে চলেছে একটানা, কোনো অবকাশ ছাড়া। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং দুর্বল লেয়ার দ্বারা গ্রহটি আজও ঘিরে আছে। তাছাড়া গ্রহটিকে ঘিরে আছে ৭৯ টি উপগ্রহ- আইয়ো, ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো, থেমিস্টো, লেডা, হিমালিয়া, লিসাথিয়া, মেটিস, অ্যাড্রাসিয়া, ডিয়া, কার্পো, এলারা ইত্যাদি। শুরুতে উপগ্রহের সংখ্যার দিক দিকে শনি গ্রহ এগিয়ে থাকলেও (৮৩ টি) সম্প্রতি আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতির কক্ষপথে আরও ১২ টি উপগ্রহ আবিষ্কার করেন। ফলে উপগ্রহের হিসাব অনুযায়ী বৃহস্পতি এখন এগিয়ে। মোট উপগ্রহ সংখা দাঁড়ায় ৯১ টি। আমেরিকার “Minor Planet Center” এর তথ্যানুসারে, ১২ টি উপগ্রহ আকারে অনেক ক্ষুদ্র।
অনেকের মতে, জুপিটারে তাপমাত্রা মাঝারি পর্যায়ে এবং অক্সিজেন, পানি প্রভৃতির কারনে পৃথিবীর মতো এটিও বসবাসযোগ্য হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি বিভ্রান্তিকর ভাবনা। পৃথিবীর পরিবেশের সাথে ব্যাপক তারতম্য যদি না-ই বা থাকত, তবে অনেক আগেই সেখানে প্রানের অস্তিত্ব পাওয়া যেত। পৃথিবীর প্রানীরা পৃথিবীর সাথে সম্পূর্নরূপে অভিযোজিত। যখন কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না, তখনই সেই সম্পূর্ন জাতি বিলুপ্তির পথে চলে যাবে।
শারীরিক ও রাসায়নিক বিভিন্ন দিক থেকে পৃথিবীর জীবেরা একে অপরের সাথে সম্পর্কিত। তাই যদি ভিনগ্রহের প্রানের অস্তিত্ব মেলে, তা যে আমাদের সাথে সম্পর্কযুক্ত হবে এমন ভাবার কারন নেই। আবার তারা যে খাপ খাইয়ে নিতে পারবে, এমনটা ভাবারও কোনো কারন নেই। ভূ-মন্ডল, আবহাওয়া প্রভৃতি বিবেচনা করলে তাদের মধ্যে আরও নতুন বৈশিষ্ট্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখনও তা আমাদের কল্পনার মধ্য সীমাবদ্ধ আছে। বিভিন্ন মুভিতে ভিনগ্রহের প্রানী হিসেবে দেখানো হয় পাতলা চামড়ায় আবৃত অ্যান্টেনাযুক্ত হাত-পা ওয়ালা জীব যারা সিগন্যাল বা অদ্ভুত শব্দের দ্বারা যোগাযোগ রক্ষা করে। এটি যদি বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে দেখা যাবে হাইড্রোজেন, মিথেন, পানি ও অ্যামোনিয়ার সমৃদ্ধ গ্রহটিতে কোনো শক্ত পৃষ্ঠ নেই। মেঘাবৃত আবহমন্ডল থেকে পরীক্ষাগারের মতো জৈব অনু পৃষ্ঠে পতিত হচ্ছে। গভীরে প্রচন্ড উত্তপ্ত থাকার কারনে সেখানের একটা প্রানীকে তার নিজেকে ঝলসানো ও পড়া থেকে সুরক্ষিত রাখতে হবে। এ অবস্থায় তাদের ‘ডাকব সিন্কার’ বলা যায়। আবার, ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকলে এর মধ্যে নিজেকে পুনরুদ্ধার না করতে পারে এক সময় তা নির্বংশ হয়ে যাবে এবং গ্রহে প্রানের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। তাই আসলে সেখানে প্রানকাঠামো ও সুরক্ষার উপায় এভাবে বিবৃত করা সম্ভব নয়।
বৃহস্পতি গ্রহে কল্পিত প্রানী ডাকব সিন্কারের মতো ফ্লোটারদেরও কল্পনা করা যায়। এরা হবে বেলুনের মতো, সূর্যের আলো ও বায়ুমন্ডল থেকে নিজেরা তৈরি হবে, জৈব অনু হবে খাদ্যদ্রব্য। কিছুটা পৃথিবীর উদ্ভিদের শক্তি অর্জনের মতো কার্যকলাপ। সাল্পটার ও সাগান -এর কল্পনামতে, ফ্লোটাররা কিলোমিটার থেকে কিলোমিটার প্রশস্ত হবার ক্ষমতা রাখবে। হতে পারে তা পৃথিবীতে থাকা তিমির চেয়েও বড়, শহরের ন্যায়! এরা এতটাই হালকা হবে যে সামান্য গ্যাসীয় পদার্থের আঘাতে ছুটে যাবে রকেটের গতিতে। চামড়ায় থাকবে অভিযোজনে সক্ষম পরিবর্তনশীল বিন্যাস। আরেক ধরনের প্রানী বিজ্ঞানীরা কল্পনা করেছেন, যাকে ‘হান্টার’ হিসেবে নামকরন করা হয়। এরা হবে চতুর ও দ্রতগামী।
যদি বলা হয় বৃহস্পতিতে প্রানের অস্তিত্ব পাওয়া যেতে পারে, তার মানে এই নয় সেখানে মানুষের বসবাস উপযোগী পরিবেশ তৈরি হবে। পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকে থাকার মূল কারন অভিযোজন। যেহেতু সার্বিক বিবেচনায় বৃহস্পতি গ্রহে পৃথিবীর জীবদের অভিযোজন প্রায় অসম্ভব, তাই সেখানে বসবাস নিতান্তই কল্পনা মাত্র। সেখানে কখনও প্রানের অস্তিত্ব মিললেও তা সেই আবহাওয়ার অনুকূলেই যাবে, পৃথিবীর সাথে সম্পর্কিত হবার সম্ভাবনা খুবই কম।
Writer,
Somaiya Afrin Eva Khondokar
Intern, Content Writing Department
Requin BD
4 Comments
KageSaili
November 15, 2024
AI ECG performed best at the pulmonary valve position, with AUC 0 priligy But for about four years, I was tracking my own cycles, doing LH kits, just trying to get pregnant on my own without any help, and then decided, after that, that I needed to go forward with more treatment
can i order cheap cytotec without dr prescription
November 29, 2024
cytotec medication for pregnancy femigra docril diclofenaco sodico 100 mg para que sirve Whether you need beachy espadrilles, some bold Thierry Lasry sunglasses or a last minute mani pedi, thereГў s a store on wheels for every fashion and beauty desire
serophene clomiphene citrate reviews
January 15, 2025
Rat Hepatocyte DNA Repair Assay Micronucleus Test Mice Lethal Test Mice clomid price
Tera
March 24, 2025
Kettlebell squats are a straightforward way
to carry out weighted squats at home, however the range of movement may be limited by
the kettlebell hitting the floor. Trying to significantly challenge your lower physique without leaving the comfort of your dwelling room?
These 31 leg workout routines at house require just your bodyweight—no heavy weights, exercise tools, or gym membership required.
Now that we went over the finest leg exercises for constructing a stronger
decrease body, we’ll need to program them right into
a exercise plan.
Another good thing about the leg press is that it permits
for several coaching modalities with relative ease and effectiveness.
You can do pyramid or reverse pyramid sets, drops sets shortly
and safely. You should use the leg press as an accessory to the squat, not as a alternative.
Like the hack squat, you will not have to use smaller stabilizing muscles to regulate
the load, so you probably can actually consider the mind-muscle
connection. The leg press machine removes the necessity to bear the load in your shoulders whereas pressing together with your leg muscular tissues.
You can mix just a few from this listing of the
best quad workout routines and get optimum outcomes.
The Smith machine squat is a regular squat however carried out in a Smith machine,
which forces the motion of the train into a straight path. The dumbbell squat is a squat variation the place you hold a pair of dumbbells in your hands instead
of a barbell in your again. It is a superb different should you don’t have access to
a barbell, like when you train at house and don’t
have the house for a whole home gym.
“Go onerous or go home” may make for a good meme or
T-shirt slogan, however in phrases of leg training, such an perspective might be your undoing.
Leg workouts like squats and Romanian deadlifts require and take a lot of energy,
and doing them onerous and infrequently can go away
you drained and overtrained. Timing your inhalations
and exhalations along with your repetitions will make it simpler
to stabilize your core, lowering the stress in your lower back.
Ideally, you must inhale initially of every rep and exhale as you move via that movement’s sticking point.
There are lots of great leg workout routines
to choose from, so it’s not always easy to know which of
them to incorporate in your workouts. In this part,
we reveal one of the best leg exercises, explaining why
and how to do them for security and for one of the best outcomes.
This classic mass-building workout from Leg Workouts for Men will give your body a
loud and clear message to add muscle, and if you hustle, you can be out of the gym in an hour.
You should not prepare your legs day by day as a outcome of muscles
need enough relaxation time to recover and repair between training classes.
Coaching legs simply 1-2 times per week helps avoid muscle soreness and threat of harm.
It is on this restoration period that the growth really takes place.
You need at least one day totally devoted to leg training, but optimally, you’ll hit your legs two times per week.
Warming up prepares your muscles and joints for what you would possibly be about to do, lowering your threat of damage.
In addition, your warm-up will guarantee your muscles and
nervous system are working correctly, making your workout simpler.
The two-kettlebell racked squat is a squat variant that
additionally works your arms by having them
maintain a pair of kettlebells in entrance of your shoulders.
Successfully, it’s a entrance squat that you could perform at residence or at the health club with
a pair of matched kettlebells, working your quads, glutes, again, arms, and shoulders.
The quadruped hip extension is a practical mobility train that improves your ability to move your hips
and legs backward, behind your physique.
These are all qualities that directly translate to higher efficiency on the sphere, courtroom or ice.
Whereas the latter will get the celebrity as the massive part of
the calf, it’s due to the soleus. You want the soleus simply as much if you would like to
build three-dimensional calves. This is the medial
part of the quad and its primary perform is to assist with knee extension. For your warmup, purpose to start out with 5 minutes of light cardio
to get your heart rate up and blood flowing. If you could have time, hop on the froth curler for five minutes
of soft-tissue launch. An efficient exercise
isn’t complete without a proper warmup and cooldown.
They also can contribute to muscle growth, albeit not directly, as a
end result of they increase squat, deadlift, leg press, and so on. efficiency.
So, while having a favorite exercise or workouts you enjoy more than others
is okay, it’s additionally essential to shake issues up
often and embrace new challenges. After all, simple workouts don’t build muscle
and power, and you have to push out of your comfort zone if you want to get
good results out of your coaching. Leg exercises can trigger a
cascade of hormones as your body adapts to the demands of your
exercise. Leg workouts are very helpful, as they help build energy
and muscle mass. However, despite their advantages, some leg workout routines also can trigger critical injuries as a outcome of they contain important masses and put plenty of stress on your lower
back. The hack squat machine is a variation of an old-school exercise known as the barbell hack squat, invented by
wrestler and strongman George Hackenschmidt, who was
famed for his muscular legs.
References:
steroid side effects in women (Noemi)